parbattanews

পানছড়িতে ইয়াবাসহ আটক-২

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। গত এক সপ্তাহে পানছড়ি থানা পুলিশের এটা ছিল তৃতীয় সফল অভিযান।

ওসি আনচারুল করিম জানায়, গোপন সংবাদের খবরে ৩৯০ পিস ইয়াবাসহ ৩০’জানুয়ারি রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে পানছড়ি মাদ্রাসা সংলগ্ন ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এটাই ছিল পানছড়ি থানা পুলিশের হাতে আটকের মাঝে সর্বোচ্চ সংখ্যক।

আটককৃত মংশিউ মারমা (১৮) চাউথারি মারমার সন্তান ও ঞোহ্লাবাই মারমা (১৮)মংপুথোয়াই মারমার সন্তান। তারা দু’জন মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউপির হাসপাতাল পাড়ার বসিন্দা।

চলতি মাসের ২৬’জানুয়ারি একই উপজেলার আমতলি ইউপির করল্যাছড়ি গ্রামের দৌলত খাঁ নামের একজনকে ৯২ পিস, ২৯’জানুয়ারি তবলছড়ি ইউপির ডাকবাংলা তইলাফাং এলাকার ইকবাল হোসেনকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক করেছিল পানছড়ি থানা পুলিশ। পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান।

Exit mobile version