parbattanews

পানছড়িতে ঈদ পূর্ণমিলনী

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এই পূর্ণমিলনীর আয়োজক ছিল পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীরা।

শুক্রবার সকাল দশ’টা থেকে পানছড়ি হর্টিকালচার সেন্টারে পুরনো বন্ধুদের এই মিলনামেলায় প্রায় অর্ধশতাধিক সহপাঠীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত। দীর্ঘ বছর পর একে অপরকে কাছে পেয়ে পুরনো স্মৃতিচারণ ও পারিবারিক গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ে সবাই।

অপর দিকে এসবের পাশাপাশি এক বনভোজনেরও আয়োজন করা হয়। এই আনন্দমুখর পরিবেশে আলাপচারিতার ফাঁকে কথা হয় কলেজ প্রভাষক ত্রিরত্ন চাকমা, চিরঞ্জিব চাকমা, আমাদের সময় পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও চাকুরীজীবি নজরুল ইসলামের সাথে।

তারা জানান, এই অনুষ্ঠান এখন থেকে অব্যাহত থাকবে। তাছাড়া সামনে রমজানের ঈদে আরো বড় আকারে এই পূর্নমিলনীর আয়োজন করা হবে। বিকাল চার’টা পর্যন্ত বিভিন্ন গান-বাজনার তালে তালে বন্ধুদের এই মিলনমেলার সমাপ্তির ঘন্টা যতই ঘনিয়ে আসে ততই আবেগাপ্লুত হয়ে পড়ে সবাই। শেষ বেলায় একে অপরের সাথে হাত মিলাতে মিলাতে বলছে দোস্ত ভালো থাকিস আবার দেখা হবে।

Exit mobile version