parbattanews

পানছড়িতে এক ছাগলের ছয় ছানা

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে একটি ছাগল জন্ম দিয়েছে ছয়টি ছানা। জন্মের পরের দিন একটি ছানা মারা যায়।

৩নং সদর ইউপির পানছড়ি পুরাতন বাজার এলাকার তমিজুর রহমানের পালিত ছাগলের ছানাগুলো দেখার জন্য উৎসুক জনতার ভীড় প্রতিনিয়ত লেগেই আছে। তবে একটি ছানা মারা যাওয়ায় সবাই মর্মাহত।

জানা যায়,  ছয়টি ছানা জন্ম দেয়া মা ছাগলটি প্রথম বছর চারটি,  ২য় বছর পাঁচটিসহ এবারে দিয়েছে ছয়টি। একটি মারা গেলেও বাকী পাঁচটি দিব্যি আরামে লাফালাফি করছে তমিজুরের ঘরের সামনে আর তা উপভোগ করছে উৎসুক দর্শনার্থী।

খবর পেয়ে ছুটে আসে পানছড়ি প্রাণী সম্পদ কর্মকর্তা অফিসের বিশ্ব রবি চাকমা। তিনি এ প্রতিবেদককে জানান,  এটা ব্ল্যাক বেঙ্গল প্রজাতির দেশীয় ছাগল। এরা সাধারণত ৩ থেকে ৪টি ছানা দেয়। তবে ৫/৬টি ছানার ঘটনা বিরল।

মা ছাগলটিকে ভিটামিন “বি” কমপ্লেক্স ও এ.ডি ইনজেকশান দেয়া হবে। তাছাড়া দেড় মাস পর ছানাগুলোকে কৃমির ঔষধ ও ৩ মাস পর ভ্যাকসিন দেয়া হবে। প্রাণী সম্পদ অফিস থেকে ছানাগুলোর নিয়মিত খবর নিয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হবে বলেও তিনি জানান।

Exit mobile version