parbattanews

পানছড়িতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

HOSPITAL PIC

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। শুক্রবার সকাল ১১টা থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

এ সময় কয়েকজন বিক্ষোভকারী জানান. পানছড়ি বাজারের হাজী ষ্টোরের বাদশা মিয়া (৭৫) অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ছয়টার দিকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় ঘণ্টাখানেক অপেক্ষা করেও কোনো ডাক্তার না পেয়ে বাদশা মিয়াকে বাড়িতে নিয়ে আসা হলে তিনি মারা যান।

বিক্ষোভকারীদের দাবি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ডাক্তার থাকেন না। কর্মস্থলে ডাক্তারের উপস্থিতি নিশ্চিত ও স্বাস্থ্য সেবার ব্যাপারে আন্তরিক হওয়ার দাবি নিয়েই তাদের এ বিক্ষোভ।

এ ব্যাপারে পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. সনজীব ত্রিপুরা জানান, ডাক্তার পাশের ডরমেটরিতেই থাকেন। রোগীর অভিভাবক অপেক্ষা না করে অন্য এক রোগীর কাছে ডাক্তার নাই শুনে আর দেরী না করে তারা চলে গেছেন। তারপরও খতিয়ে দেখা হচ্ছে। ডাক্তারের কোনো গাফিলতি থাকলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

Exit mobile version