parbattanews

পানছড়িতে এলাকাভিত্তিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে

খাগড়াছড়ি জেলার বাহির থেকে যারা পানছড়ি আসছে তাদের যার যার এলাকাভিত্তিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। বর্তমানেও আসা অব্যাহত রয়েছে।

২০ এপ্রিল (সোমবার) পর্যন্ত পানছড়ির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৯২৭ ও হোম কোয়ারেন্টাইনে ১৩১ জন অবস্থান করছে। যার মধ্যে ১নং লোগাং ইউপিতে ১২টি, ২নং চেংগীতে ৯টি, ৩নং পানছড়িতে ১৬টি, ৪নং লতিবানে ৭টি ও ৫নং উল্টাছড়ি ইউপিতে ১০টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রয়েছে। এগুলোতে সর্বমোট ধারণ ক্ষমতা ১৫৫৯ জন।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্বাবধানে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পানছড়ি থানার সহযোগিতায় উপজেলার ৫টি ইউনিয়নে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারগুলো পরিচালিত হচ্ছে। পুলিশ, যুব রেড ক্রিসেন্টের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও সার্বিক সহায়তা দিচ্ছে।

Exit mobile version