parbattanews

পানছড়িতে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ: আহত ৩

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কথা কাটাকাটি পরবর্তী সংঘর্ষে দেশী ও বিদেশী আলমগীরসহ আহত হয়েছে তিন জন। আহত আসিফ করিম (৩০) তালুকদার পাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে বর্তমানে সে ৩নং পানছড়ি সদর পানছড়ি ইউপির সদস্য, দেশী আলমগীর (৩২) পানছড়ি বাজারের ওসমান সওদাগরের ছেলে ও বিদেশী আলমগীর (৪০) দমদম গ্রামের আলী হোসেনের ছেলে।

এদের মাঝে আসিফ করিম সাবেক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, দেশী ও বিদেশী আলমগীর সদ্য আওয়ামী লীগে যোগ দিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে চার’টার দিকে পানছড়ি বাজারস্থ সাথী হোটেল এলাকায় আসিফ করিম ও আওয়ামী লীগে সদ্য যোগ দেয়া হেলালের সাথে বাক-বিতন্ডা ও হাতা-হাতি হয়। এর মিনিট দশেক পরেই পানছড়ি বাজারের প্রধান সড়কের হাজারী মাকের্টের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিদেশী আলমগীর, দেশী আলমগীর ও আসিফ করিম। এতে তিন জনেই আহত হয়। স্থানীয়রা প্রথমে তাদের পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়।

পরবর্তীতে দেশী আলমগীর ও আসিফ করিমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সাথে সাথে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Exit mobile version