parbattanews

পানছড়িতে কনকনে শীত : ছিন্নমূল ও অসহায়দের পাশে কেউ নেই

sheet pic

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
পৌষের মাঝামাঝির কনকনে শীতে একটু গরম কাপড়ের আশায় পথ চেয়ে বসে আছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে উপজেলা সদর এলাকার ছিন্নমূল ও হতদরিদ্ররা।

গত ৪/৫ দিনের কনকনে শীতে দিশেহারা পুরো পানছড়িবাসী। এই হাড়কাঁপানো শীতে বেশী দুর্ভোগ পোহাচ্ছেন নি¤œ আয়ের লোকজন। অনেকেরই ধারণা গত কয়েক বছরের মধ্যে এবারই তীব্র শীত পড়ছে।

শুধু শীত নয় শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে গত ৪/৫ দিন যাবৎ সূর্যের দেখা মেলেনি এই পাহাড়ি এলাকায়।

প্রতি বছর শীত মৌসুমের শুরু থেকেই নিম্ন আয়, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হতো বিভিন্ন সংস্থা, ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক দল ও বিজিবি পক্ষ থেকে। কিন্তু এবার এখনো কেউ এগিয়ে আসেনি পানছড়ির অসহায়দের পাশে।

অনেকই সারা রাত আগুন জ্বালিয়ে রেখে শীত নিবারণের চেষ্টা করছেন বলে জানা যায়।

তাই যারা শীত বস্ত্র বিতরণ করেন বা করার প্রস্তুতি নিচ্ছেন তাদের পথ চেয়ে আছেন পানছড়ির অসহায় মানুষজন।

Exit mobile version