parbattanews

পানছড়িতে করোনাভাইরাস প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা

পানছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে করোনাভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ)  সকাল দশটা থেকে কমপ্লেক্স মিলনায়তনে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা।

তিনি বলেন, নিয়মিত হাত পরিষ্কার রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও মুখ ঢেকে হাঁচি-কাশি দিতে হবে। তাছাড়া অসুস্থ রোগী থেকে দুরে থাকা, পশু-পাখির মাংস ধরা থেকে বিরত থাকা, মাংস-ডিম ভালো করে সিদ্ধ ও রান্না করে খাওয়া ও পোষ্য প্রাণীদের থেকে সতর্ক থাকতে হবে। প্রতি সপ্তাহে এ নিয়ে একটি করে বিশেষ পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানা যায়।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে সচেতনতা অবলম্বনের কথাগুলো জনগনের কাছে পৌঁছে দেয়াই আলোচনার মুল উদ্দেশ্য। সবাই সচেতন থাকলে এটি প্রতিরোধ সম্ভব।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: সুমেন চাকমা, ডা: রিপল বাপ্পি চাকমা, ডা: হাসনাত নূর আরেফীন, ডা: সিফাত নায়সুম রহমান প্রমুখ।

Exit mobile version