parbattanews

পানছড়িতে কালবৈশাখীর তান্ডবে বিদ্যালয়ের চাল মাঠে

কালবৈশাখীর তান্ডবে পানছড়িতে উপড়ে গেছে বিদ্যালয়ের টিনের চাল। কয়েকভাগে বিছিন্ন হয়ে টিনের চালগুলো পড়ে আছে খোলা মাঠে।

রবিবারে বিদ্যালয়ে আসবে ক্ষুদে শিশুরা। খোলা আকাশের নিচে পাঠদান ছাড়া নেই বিকল্প ব্যবস্থা

বৃহস্পতিবার (২৭’এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে কালবৈশাখীর তান্ডবে এমন ঘটনা ঘটেছে লোগাং করল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুটি শ্রেণীকক্ষের চাল দুমড়ে-মুচড়ে পড়ে আছে মাঠের বিভিন্ন স্থানে। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাব্রেচাই মারমা।

এ সময় তিনি জানান, বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় একশো। একটি পাকা ভবনে কক্ষ রয়েছে তিনটি। দুটি শ্রেণীকক্ষ ১টি অফিস কক্ষ। টিনসেডে রয়েছে দুটি কক্ষ টিনসেডের চাল কালবৈশাখীতে উপড়ে নিয়ে গেছে। তাই রবিবার থেকে পাঠদান খোলা আকাশের নিচেই দিতে হবে।

বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি শরৎ চন্দ্র চাকমা এ ব্যাপারে উর্ধ্বতন কর্র্তপক্ষের সু-দৃষ্টির কামনা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ জানান, প্রাথমিক শিক্ষা অফিসকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তবে বিষয়টি আন্তরিকতার সহিত দেখা হবে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমা জানান, সরেজমিনে তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি প্রতিবেদন দ্রুত প্রদান করা হবে।

Exit mobile version