parbattanews

পানছড়িতে কুষ্ঠ রোগের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কুষ্ঠ রোগের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল দশ’টা থেকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর যৌথ আয়োজক ছিল খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল।

জানা যায়, উপজেলার বিশ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়ে কুষ্ঠ নিয়ন্ত্রণের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুষ্ঠ রোগের বিভিন্ন লক্ষণ ও দিকগুলো তুলে ধরেন পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডা: বিদূর্ষি চাকমা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা ও লেপ্রসি মিশনের প্রজেক্ট মেডিকেল অফিসার ডা. জীবক চাকমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শওকত আলী, লেপ্রসি মিশনের জেলা সুপারভাইজার মো: বাবুল মিয়া ও উপজেলা স্বাস্থ্য ফ্যাসিলেটর সুপ্রিয়া চাকমা।

Exit mobile version