parbattanews

পানছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

পানছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করা হয়।
পানছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখ উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেয়।

পানছড়ি কৃষি অফিস সূত্রে জানা যায়, রাজস্ব খাতের অর্থায়নে কৃষি মন্ত্রনালয়ের বরাদ্দ হতে বাস্তবায়িত প্রদর্শনীর বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

এর মাঝে ধান (বোরো), বিটি বেগুন, ভুট্ট্রা, চিনা বাদাম, মুগডাল ও তিল বীজ, পানির ড্রাম ও পরিচর্যা খরচের জন্য চেক ১৫৮ জন কৃষকের মাঝে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নজির আহাম্মদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা অরুণাংকর চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জমির উদ্দিন, নয়ন্টু চাকমা, নিমাই নাথ, দিবস চাকমা, মানিক মিয়া, শিল্পী দেবনাথ, থৈয়াংগ মারমা, এশাপ্রæ মারমা, নির্বান কুমার চাকমা, প্রবেশিকা চাকমা, সন্তোষ চাকমা, বিজয় চাকমা, শুখময় চাকমা, শুভাশীষ চাকমা ও ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা।

 

Exit mobile version