parbattanews

পানছড়িতে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

krishi pic

পানছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি জেলার পানছড়িতে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা’১৪ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নানান কর্মসূচী হাতে নিয়েছে পানছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

। “দেশী ফলে অনেক গুন, নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার। এ প্রতিপাদ্যের ব্যানার নিয়েই মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার মধ্যে দিয়েই অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু করে। এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা কৃষি অফিসার রঞ্জন কুমার প্রামানিক। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিবস চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা। এ সময় বিভিন্ন বিভাগীয় প্রধান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলার ষ্টল উদ্বোধন ও পরিদর্শন করেন।

Exit mobile version