পানছড়িতে কোয়ারেন্টিনে আসার নামে চোর পুলিশ খেলা

fec-image

পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপির ফাতেমানগর গ্রামের একটি পরিবার চট্টগ্রাম থেকে গ্রামে ফিরেছে দু’দিন আগে। এ খবর গোপন করে এলাকায় চলাফেরা করলেও এলাকাবাসী জানতে পারে তারা করোনার মহামারীর সময় চট্টগ্রাম থেকে দুদিন আগে গ্রামে ফিরেছে। খবরে পানছড়ির যুব রেড ক্রিসেন্ট এলাকায় গিয়ে অনেক বুঝালেও তারা উল্টো রেড ক্রিসেন্টসহ এলাকাবাসীকে গালমন্দ করে।

অবশেষে ২৫ এপ্রিল (শনিবার) রাত আটটার দিকে পানছড়ি থানা পুলিশ ও যুব রেড ক্রিসেন্ট তাদের কোয়ারেন্টিনে আনার জন্য যায়। এ সময় পরিবারের প্রধান মো. শাহআলম তার স্ত্রী পারুল আক্তার ও ছেলে মো. মুছা পানছড়ি বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ছাত্রাবাসে নির্মিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আসার সম্মতি জ্ঞাপন করে।

তারা ব্যবহারের কাপড় চোপড় নিয়ে রওনা দিয়ে মুহুর্তের মধ্যে অন্ধকারাছন্ন জঙ্গলের দিকে পালিয়ে যায়। এ খবর উপস্থিত সকলের মাঝে হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করলেও সচেতন এলাকাবাসীর মনে আতংকের সৃষ্টি হয়েছে।

পানছড়ি থানার সাব ইন্সপেক্টর নিভু রঞ্জন দত্ত জানান, কাপড়-চোপড় নিয়ে বের হয়ে আসবে বলে হঠাৎ শুনি তারা পালিয়েছে। এলাকার ইউপি সদস্য খোকন মিয়া বলেন, আমার চোখের সামনে দিয়েই দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। এলাকায় ফিরলে তাদের ধরে কোয়ারেন্টিনে পাঠানো হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন