parbattanews

পানছড়িতে ক্ষুদে বালক-বালিকাদের দৃষ্টিনন্দন ফুটবল অনুষ্ঠিত

পানছড়িতে ক্ষুদে বালক-বালিকাদের দৃষ্টিনন্দন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল দশটা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস। ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির এ খেলায় সার্বিক সহযোগিতা দিয়েছে পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা।

এ উপলক্ষে রবিবার সকাল ৯টা থেকেই উপজেলা পরিষদ মাঠ হয়ে উঠে সরগরম। লাল-আকাশী, সাদা আর টিয়া রংয়ের জার্সি পরা ক্ষুদে খেলোয়াড়রা খুশিতে ছিল আত্মহারা। দিনের শুরুতে ক্ষুদে বালিকাদের খেলায় পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে ছোট পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়। দিনের অপর খেলায় চেংগী একাদশ ২-০ গোলে গোলক প্রতিমা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। জেলা ক্রীড়া অফিসের সৌজন্য সকল খেলোয়াড়দের জার্সি-প্যান্ট, ব্যক্তিগত পুরস্কার ও ট্রফি প্রদান করা হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়রা ট্রফি হাতে মেতে উঠে উল্লাসে। বছরে অন্তত তিনবার এই ধরণের খেলা আয়োজনের দাবি জানায় ক্ষুদে বালক-বালিকারা।

Exit mobile version