parbattanews

পানছড়িতে গাউছিয়া নার্সারীর বৃক্ষরোপণ উদ্বোধন

প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ হাতে নিয়েছে পানছড়ির গাউছিয়া নার্সারী। বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জায়গায় বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করেই তৃপ্তি পায় বৃক্ষ প্রেমিক পানছড়ি গাউছিয়া নার্সারীর সত্বাধিকারী মো. আবদুল হালিম।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ৫নং উল্টাছড়ি ইউপির বাইতুস সালাত জামে মসজিদের জায়গায় বারি ফোর আমের চারা রোপণের মধ্যে দিয়েই শুরু করেছে এবারের মিশন।

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশিদ আহমেদ উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

তিনি বলেন, হালিমের মতো বৃক্ষপ্রেমিক বর্তমানে খুব কম দেখা যায়। সব জায়গায় তার মতো বৃক্ষপ্রেমিক থাকলে দেশের পতিত জায়গুলো ভরে উঠতো সবুজের অভয়ারণ্যে।

উপজেলা কৃষি অফিসার আলাউদ্দিন শেখ জানান, হালিম একজন সফল নার্সারার। নার্সারীর পাশাপাশি মধু চাষেও সে ইতোমধ্যে সফলতা পেয়েছে।

আবদুল হালিম জানায়, গতবারে হাজারের অধিক চারা কর্মসূচীর আওতায় রোপণ করা হয়েছে। এবারে তার চেয়েও বেশি করার চিন্তা ভাবনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মো. আবদুল্লা আল মামুন।

Exit mobile version