parbattanews

পানছড়িতে গাছের ভিতরেই পাঁচ কাঁদি কলা

পানছড়ি প্রতিনিধি:

পানছড়ি উপজেলার ইসলামপুর গ্রামের রেজান উল্লার বাড়ির কলা গাছের ভিতরেই পাঁচ কাঁদি কলার দেখা মিলেছে। এ দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেণ উৎসুক দর্শনার্থী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির পিছনে কয়েকটি কলা গাছ।

রেজান উল্লা জানায়, একসাথে ৩টি সাগর কলাগাছ রোপন করেছিলাম। সম্প্রতি একটি গাছের কলা খাওয়াও শেষ। কিন্তু এই গাছটির কলা আকারে ছোট, বড় হচ্ছে না আর গাছের মাথাটা দেখতে মোটা। তাই ভালোভাবে কাছে গিয়ে আমার ছেলে শফিকুল দেখতে পায় গাছের মাথার ভিতরের অংশে কলার মত কি দেখা যাচ্ছে। পরে গাছ ফুটো করে দেখে ভিতরে একে একে পাঁচ কাঁদি অপরিপূর্ণ কলা।

দর্শনার্থী নাছির মাহামুদ জানায়, জীবনে এক গাছে একাধিক কলার ছড়া. ২/৩টি মৌছা দেখেছি কিন্তু গাছের ভিতরে কলা এই প্রথম দেখা।

এই প্রতিবেদকের মাধ্যমে খবর পেয়ে ছুটে আসেন পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন শেখ।

তিনি জানান, গাছটি নিয়মিত সূর্যের আলো আর পরিমানমত খাবার পায়নি বলে ব্যতিক্রমী ফল এসেছে। তবে তিনিও কোনদিন এরকম দেখেননি, ঘটনাটি আর বিরল বলেও জানান।

Exit mobile version