parbattanews

পানছড়িতে চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ

fish- latiban pic

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়িতে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার সকাল দশ’টা থেকে উপজেলার ৪নং লতিবান ইউপির লতিবান হ্যাচারী এলাকায় এই মাছের পোনা বিতরণ করা হয়। পানছড়ি উপজেলা পরিষদের আয়োজনে, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির সহযোগিতায় ও ইউএনডিপি, সিএইচটিডিএফ এর অর্থায়নে এলাকার প্রায় ষাট জন মৎস্য চাষীকে মাছের পোনা দেয়া হয়।

পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক উপস্থিত থেকে চাষীদের হাতে মাছের পোনা তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান সুব্রত চাকমা, জেলা পরিষদের পানছড়ি উপজেলা ডেভেলেপমেন্ট ফ্যাসিলিলেটর উদ্দীপন চাকমা ও ইউএনডিপি, সিএইচটিডিএফ’র পানছড়ি কো-অডিনেটর কীর্তিকা চাকমা।

জানা যায়, সক্ষমতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এমডিজি-১ এর ক্ষুধা ও দারিদ্র নিরসনের লক্ষে উপজেলা পর্যায়ের চাষীদের নিয়েই মৎস্য পোনা বিতরণ কর্মসূচী পালিত হয়।

Exit mobile version