parbattanews

পানছড়িতে ছাত্রী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল

DORSHON PIC copy

স্টাফ রিপোর্টার:

জেলার পানছড়ি উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৪ পাহাড়ী সংগঠন। শনিবার সকাল সাড়ে দশ’টা থেকে মারমা উন্নয়ন সংসদ, মারমা ঐক্য পরিষদ, হিল ইউম্যান্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের ব্যানারে পানছড়ি কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে পানছড়ি মুক্তিযোদ্ধা স্কোয়ারে এসে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় পানছড়ি উপজেলা গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি রূপায়ন চাকমার সঞ্চালিত বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা, বৃহত্তর মারমা উন্নয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক সচীন মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক উচিমং মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আর্ন্তজার্তিক বিষয়ক সম্পাদক রুমেল মারমা, ৩নং সদর পানছড়ি ইউপির ৩নং ওয়ার্ড সদস্য সঞ্জয় চাকমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সাংগঠনিক সম্পাদক মুনিন্দ্র লাল ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি হিমেল চাকমা।

এ সময় বক্তারা বলেন শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা না হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার সকালে যৌথখামার গ্রামের রাপ্রু মারমার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে একই গ্রামের ৩য় শ্রেণিতে পড়ুয়া উমাচিং মারমাকে নিয়ে বাঁশ করুল তুলতে গেলে অজ্ঞাতনামা এক যুবক তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতারা পিতা রাপ্রু মারমা অজ্ঞাতনামা এক যুবককে আসামী করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করে। পানছড়ি থানার মামলা নং ০৪।

Exit mobile version