parbattanews

পানছড়িতে জাতীয় কণ্যা শিশু দিবস পালিত

konna-shisu-pic-copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কণ্যা শিশু দিবস। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিশু কণ্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’। এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার যৌথ আয়োজন করে পানছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

শুক্রবার সকাল ১১টায় পানছড়ি বঙ্গবন্ধু স্কয়ারে মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক। এ সময় মঞ্জু আদাম মহিলা সমিতি, পূজগাং মহিলা সমিতি, পশ্চিম শান্তিপুর মহিলা সমিতির সদস্যারাও ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, বিআরডিবি কর্মকর্তা বাবুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলি আহমেদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রদীপ চন্দ্র চাকমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি লোকনাথ চাকমা ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন প্রমূখ।

Exit mobile version