parbattanews

পানছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

SK Sapatho PIC

স্টাফ রিপোর্টার:

জেলার পানছড়ি উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ১৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মান সম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ এ প্রতিপাদ্যর ব্যানারে বৃহষ্পতিবার সকাল ১০ টায় পানছড়ি উপজেলা পরিষদ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই র‌্যালির নেতৃত্বদেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন।

এছাড়া র‌্যালিতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আলাউদ্দিন শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা দেবাশীষ খীসা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মে. বাবুল হোসেন, উপজেলা রিসোর্স কর্মকর্তা খলিলুর রহমান জাহিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সন্ধীপন চাকমা, সাধারণ সম্পাদক নুরুল আবছার ও প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা প্রমূখ।

অর্ধ কিলোমিটার লম্বা এই র‌্যালিতে বিদ্যালয় পড়ুয়া হাজারো শিক্ষার্থীর সমাগমে পুরো এলাকায় ভেসে উঠে এক প্রানবন্ত দৃশ্য। ‘মান সম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ ‘শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই’ কোমলমতি শিক্ষার্থীদের এসব শ্লোগান রাস্তার দু’ধারে দাঁড়িয়ে উপভোগ করেন আবাল-বৃদ্ধ-বনিতারা।

র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন অতিথিরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষকদের আন্তরিকতার ফলেই জাতীয় শিক্ষা সপ্তাহের এই বর্ণিল আয়োজন সম্ভব হয়েছে বলে জানান অভিজ্ঞ মহল।

Exit mobile version