parbattanews

পানছড়িতে জেএসএস(এমএন) কর্মী খুনে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমাসহ ১০জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস (এমএন লারমা) সদস্য বিজয় ত্রিপুরা (৩৫) নিহত হওয়ার ঘটনায় পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমাসহ ১০জনকে আসামি করে মামলা হয়েছে।

নিহত বিজয় ত্রিপুরার স্ত্রী কালিন্দ্রী ত্রিপুরা বাদী হয়ে সোমবার(১৮জুন) ১০জনের নাম উল্লেখ করে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

একটি সূত্রমতে, মামলার উল্লেখযোগ্য অপর আসামীরা হলেন, ইউপিডিএফ নেতা সমাজপতি চাকমা, সঞ্চয় চাকমা, সুখেন চাকমা, শ্যামল চাকমা, মাহেন্দ্র চাকমা, দেবদাশ চাকমা, রূপায়ন চাকমা ও সুসময় চাকমা।

গত ১৬জুন (শনিবার) দুপুর সোয়া ২টার দিকে পানছড়ি উপজেলায় দুর্গম পাইয়ং পাড়ায় নিজ বাগানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বিজয় ত্রিপুরা। এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করছে জনসংহতি সমিতি(এমএন লারমা)। তবে এ অভিযোগ অস্বীকার করছে ইউপিডিএফ। বিজয় ত্রিপুরার লাশ ময়নাতদন্ত শেষে গত রোববার নিরাপত্তাজনিত কারণে খাগড়াছড়ি সদরের তেতুলতলা শ্মশানে দাহ করা হয়েছে।

Exit mobile version