parbattanews

পানছড়িতে জেলেদের মুখে হাসি ফোটালো মৎস্য দপ্তর

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দরিদ্র জেলেদের মুখে হাসি ফুটিয়েছে মৎস্য দপ্তর। দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচি উপলক্ষে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ এলাকায় দরিদ্র ১০টি জেলে পরিবারের মাঝে ৪টি করে ছাগল বিতরণ করা হয়।

খাগড়াছড়ি মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে ছাগল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক ও উপজেলা মৎস্য লীগের সভাপতি অরুণ শীল।

দরিদ্র জেলে কৃষ্ণলাল চাকমা, বাদি চাকমা ছাগল সহায়তা পেয়ে মৎস্য দপ্তরের প্রতি কৃতজ্ঞতার কথা জানান।

পানছড়ি মৎস্য দপ্তরের পক্ষ থেকে ছাগলের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানানো হয়।

Exit mobile version