parbattanews

পানছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে এর সহযোগিতায় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

এ উপলক্ষে ১২’ডিসেম্বর (ররিবার) সকাল দশ’টা থেকে বর্ণাঢ্য র‌্যালী দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। র‌্যালীটি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।

পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল “ডিজিটাল বাংলাদেশের অর্জণ, উপকৃত সকল জনগন”। উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার বাবলী খীসা সঞ্চালিত আলোচনায় সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম। দিবসটি নিয়ে গ্রুপ ভিত্তিক চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগী প্রধান, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগন উপস্থিত ছিলেন।

Exit mobile version