parbattanews

পানছড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু জ্বর নিশ্চিত করেছে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সনজীব ত্রিপুরা জানান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, তার সহধর্মিনী তটিনী চাকমা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনিরুজ্জামান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত।প্রাথমিক এই জ্বরে প্যারসিটেমলের পাশাপাশি লিকুইড খাবার চলছে। প্রযোজ্য ক্ষেত্রে স্যালাইনের মাধ্যমে ঔষধ দেয়া হবে।

তিনি আরো জানান, হিমোরেজিক জ্বর হলে রক্তক্ষরণ হয় এবং সে জটিলতা থেকে ডেঙ্গু সক সিনড্রোন হয়। তখন রোগী অজ্ঞান হতে পারে। এসব রোগীকে সাধারণত এখানে রাখা হয়না। সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বাড়ির আশ-পাশ পরিস্কার পরিচ্ছন্ন রেখে কোথাও যাতে পানি জমা হতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

চিকিৎসাধীন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানের প্রশংসা করেন।

Exit mobile version