parbattanews

পানছড়িতে তিন পাহাড়ি সংগঠনের মানব বন্ধন

PCP. M. BANDAN

পানছড়ি প্রতিনিধি:

পানছড়িতে তিন পাহাড়ি সংগঠনের উদ্যেগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত চলে এই মানব বন্ধন। গনতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ব্যানারে পার্বত্য চট্টগ্রামে র‌্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের দাবীতে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় বলে জানা যায়। পানছড়ি বাজার এলাকায় অনুষ্ঠিত মানব বন্ধন চলাকালে অংশগ্রহণকারীদের গলায় ব্যাব বাতিলের দাবী সন্বলিত বিভিন্ন রঙের প্লে কার্ড বহন করতে দেখা যায়।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন গনতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি বরুণ চাকমা, সাধারণ সম্পাদক বিবর্তন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি রুপায়ন চাকমা।  বক্তারা এ সময় তীব্র নিন্দা জানিয়ে বলেন অভিলম্বে র‌্যাব ইউনিট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করা হোক। এর পরও যদি র‌্যাব ইউনিট গঠন করা হয় তাহলে ঘুমিয়ে না থেকে তীব্র আন্দোলন করা হবে বলে জানান। এ সময় পূর্বে বিভিন্ন খুন ও হত্যার সাথে জড়িত খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীও জানানো হয়।

Exit mobile version