parbattanews

পানছড়িতে ত্রিপুরাদের ক্ষোভ

TRI PIC

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ির ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা ক্ষোভ প্রকাশ করেছে। জানা যায়, উপজেলার কাতালমনি পাড়া ও তার আশ-পাশ এলাকার কয়েকজন ত্রিপুরা মঙ্গলবার ভাইবোনছড়া বাজারে আসার পথে কয়েকজন অজ্ঞাতনামা কংচাইরী পাড়া এলাকায় তাদের পথিমধ্যে মেরে আহত করে।

আহতরা হলেন, পদ্মভূষন ত্রিপুরা, সুদুন্যা ভক্ত, রবি মোহন ত্রিপুরা, বর্ণভূষন ত্রিপুরা ও নিরঞ্জয় ত্রিপুরা। এ নিয়ে তাদের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ।

বুধবার বেলা বার’টার দিকে প্রায় শতাধিক ত্রিপুরা সম্প্রদায়ের লোক মরাটিলা এলাকা থেকে পানছড়ি কলেজ গেইট এলাকায় যাওয়ার প্রাক্কালে পানছড়ি থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন তাদের সুষ্ঠ বিচারের আশ্বাস প্রদান করেন। খবর পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক।

কয়েকজনের সাথে আলাপকালে জানা যায়, যারা তাদের মারধর করেছে সবাই উপজাতীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানছড়ি থানা অফিসার ইনচার্জের দক্ষ হস্তক্ষেপে কোন বড় ধরনের অঘটন ঘটার আগেই সুষ্ঠ বিচারের আশ্বাসে সবাই ফেরত যায়।

Exit mobile version