parbattanews

পানছড়িতে দুই ইয়াবা সেবকের ছয় মাসের জেল

জেল

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুই ইয়াবা সেবককে ছয় মাসের সাজা প্রদান করে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।

সাজা প্রাপ্ত ইয়াবা সেবকরা হল, উপজেলার ৩নং পানছড়ি ইউপির দমদম গ্রামের খোরশেদ আলমের ছেলে মো: সাগর (১৮) ও পাইলট ফার্ম গ্রামের আহাম্মদ ছফার ছেলে মো: আবদুল খালেক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ৫নং উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া এলাকা থেকে ২টি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ তাদের আটক করে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পানছড়ি থানার এসআই মনোজ কান্তি কুরি, এএসআই মো: ওয়াসিম আকরাম, এএসআই মো: জহিরুল ইসলাম ও এএসআই শ্রী খুশিরাম পাল।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের ছয় মাসের সাজা প্রদান করে জেল হাজতে পাঠান।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আ: জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version