parbattanews

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত দুই শ্রমিককে বিজিবির সহায়তা প্রদান

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন, (৩-বিজিবি) লোগাং জোন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় লোগাং জোন সদর দপ্তরে আহতদের পরিবারের হাতে সহায়তা তুলে দেন পানছড়ি ব্যাটালিয়নের (৩-বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফুল ইসলাম।

জানা যায়, স্বামীর চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য কালানাল এলাকার মরিয়ম বেগম ও মধ্যনগর এলাকার জাহেরা বেগম বিজিবি বরাবর আবেদন করেন। সেই আবেদনে প্রেক্ষিতে সহায়তার হাত বাড়িয়ে দেন লোগাং জোন অধিনায়ক। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।

গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার নির্মাণাধীন সীমান্ত সড়কে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক আবদুর রশিদ ও আঙ্গুর মিয়া। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের সদস্যরা তাদের উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি হাসপাতাল থেকে চট্টগ্রামে পাঠানো হয়।

Exit mobile version