parbattanews

পানছড়িতে দৃষ্টিনন্দন আমের থোকা

বর্তমান সময়ে পানছড়ি উপজেলার বিভিন্ন আম্রকাননে ঝুলে আছে নানান জাতের আম। কিন্ত ব্যতিক্রমী চিত্র দেখা গেছে ৩নং পানছড়ি ইউপির হেডম্যান টিলায়। গ্রামের বুক চিরে বয়ে চলা রাস্তার পাশে একটি গাছে ঝুলছে থোকায় থোকায় আম। চলার পথে পথচারীরাও খানিকটা দাঁড়িয়ে চোখ তুলে উপভোগ করে দৃশ্যটি।

জানা যায়, গাছটির মালিকের নাম আবুল কালাম। দেশীয় আমগাছটিতে দশ থেকে বারটি থোকায় প্রায় দুই শতাধিক আম ঝুলে আছে। একেক থোকায় পনেরটির অধিক আম নিয়ে ঝুলার দৃশ্য প্রতিদিন দর্শনার্থীর মন কেড়ে নেয় বলে জানালেন গ্রামের কয়েক যুবক।

গ্রামের বাসিন্দা পানছড়ির সংগীত শিল্পী জাহিদ জানান, জীবনে অনেক আম বাগান দেখেছি আমের থোকা দেখেছি কিন্তু এটি সম্পুর্ন ভিন্ন। দৃষ্টিনন্দন এই আমের থোকার ছবি আমি মোবাইলে তুলেছি এবং অনেককেই তুলতে দেখেছি। এটি একটি প্রাণবন্ত দৃশ্য বলে তার দাবি।

এলাকার দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বান চাকমা জানান, গাছে মুকুল বেশি হলে ঠিকভাবে যদি পরাগায়ন হয় তাহলে থোকায় থোকায় আম ধরাটা স্বাভাবিক।

Exit mobile version