parbattanews

পানছড়িতে দ্বিতীয় দিনের হরতাল পালিত হচ্ছে কঠোরভাবে

stop

শাহজাহান কবির সাজু, পানছড়ি, খাগড়াছড়ি।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় রবিরাবের হরতালে ছিল কিছু শিথিলতা। সাপ্তাহিক হাটবার রবিবার থাকার কারণে সর্বসাধারণ এবং প্রত্যন্ত এলাকা থেকে আসা লোকজনের সুবিধার্থে এ শিথিলতা ছিল বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়। কিন্তু সোমবারের চিত্র সম্পুর্ন ভিন্ন। হরতালের পুরো প্রভাব যেন পানছড়িতেই পড়েছে। শুধু ঔষধ ও খাবারের দোকান ছাড়া সবই রয়েছে বন্ধ।

উপজেলা সদরের এই বিশাল বাজারটি শুরু থেকে শেষ পর্যন্ত যেন এক মরুভুমি। দু’একটি সাইকেল ও দু’একটি রিকসা ছাড়া আর কোন কিছুর চাকা ঘুরতে দেখা যায়নি। জনশূণ্য রাস্তায় দিব্যি আরামে ঘুমাতে দেখা গেছে কিছু ছাগল ও কিছু কুকুরকে। এই ফাকা দৃশ্য দেখে অনেকেই বলছেন রোববারের চিত্র ও সোমবারের চিত্রের মাঝে যেন আকাশ পাতাল পার্থক্য। এ রিপোর্ট লিখার শেষ সময় সকাল ১০টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।

Exit mobile version