parbattanews

পানছড়িতে পুলিশী অভিযানে চোরাই মদ উদ্ধার : আটক ২

MOD NEWS

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পুলিশের অভিযানে ত্রিশ লিটার মদ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। রবিবার সকাল সাড়ে দশটার দিকে পানছড়ি বাজারে অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার এস.আই রাম চন্দ্র ও এ.এস.আই শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল পানছড়ি বাজারের নাপ্পি বাজার এলাকা হইতে দেশীয় তৈরী চোরাই মদ সহ হাতেনাতে দু’জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো খাগড়াছড়ি সদর উপজেলার ভাই-বোন ছড়া ইউপির ২নং ওয়ার্ডের সুদিন্যা পাড়া গ্রামের ফুলেন্দ্র ত্রিপুরার ছেলে গোপেন ত্রিপুরা (৩০) ও পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপির অক্ষয় মেম্বার পাড়ার লিদুক্যা চাকমার স্ত্রী চুংকু চাকমা (২০)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ সালের সংশোধিত (২০০৪) এর ২২(গ) ধারায় অবৈধ ভাবে খোলা বাজারে বিক্রয় করার অপরাধে মামলা দায়ের করা হয়। পানছড়ি থানার মামলা নং-০৩ তারিখ ৮/৬/২০১৪ ইং।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ আব্দুস সামাদ মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version