parbattanews

পানছড়িতে পুলিশের রিকুইজিশান করা গাড়ীতে আগুন দেওয়ায় ২টি মামলা

শাহজাহান কবির সাজু, পানছড়ি, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পুলিশের রিকুইজিশান করা চাঁদের গাড়ীতে আগুন দেওয়ায় ২টি মামলা হয়েছে পানছড়ি থানায়। জানা যায়, ১১ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে পুলিশ টহলরত রিকুইজিশন করা বিভুতি এক্সপ্রেস ঢাকা-গ-২৯২৯  নং গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নালকাটা কিলোমিটার এলাকায় পৌঁছা মাত্রই কোন কিছু বুঝে উঠার আগেই গাড়িটিতে আগুন ধরিয়ে অজ্ঞাতরা সটকে পড়ে। এ সময় কান্টার আঘাতে হাবিলদার মজিদ ও কনষ্টেবল নাছির আহত হয়েছে। এ ব্যাপারে পানছড়ি থানার এসআই মোঃ আবু হানিফ ও এসআই আবদুল্লা আল মোমেন বাদী হয়ে দুটি মামলা করেন। মামলা নং ০৩ তারিখ ১১/১১/১৩ ধারা ১৪৩/১৫৩/৪২৭/৪৩৫/৩৩২ দ: বিধিতে ২০০/৩০০ জন অজ্ঞাতকে আসামী করা হয়।  মামলা নং ০৪ তারিখ ১৩/১১/১৩ ধারা ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৪২৭/৫০৬/১১৪ দ: বিধিতে ১২ জনকে আসামী ও ৩০/৩৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়।

মামলা দুটির তদন্তকারী পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুস সামাদ মোড়ল এ প্রতিবেদককে জানান, আসামীদের ধরতে পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।

Exit mobile version