parbattanews

পানছড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে শিশুর মৃত্যু

মৃত্যু

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দূর্গা বিসর্জন দিতে গিয়ে এক শিশু পানিতে তলিয়ে গেছে। শিশুটি উপজেলার আদি ত্রিপুরা পাড়া গ্রামের সুমন ত্রিপুরা ও প্রীতি ত্রিপুরার একমাত্র সন্তান লিখন ত্রিপুরা (৬)। সে উপজেলার পাইলট ফার্ম সরকারী প্রাথমিক প্রথম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকাল তিনটার দিকে প্রতিমা বিসর্জনের আনন্দের ভাগীদার হতে মা-বাবার সাথে লিখন আদি ত্রিপুরা পাড়া দূর্গা মন্দির এলাকা হইতে লতিবান চেংগী নদী ঘাটে যায়। মা-বাবার হাত ধরে লিখন নদীতে দূর্গা বিসর্জনের দৃশ্য দেখতে দেখতে মায়ের হাত থেকে ছুটে এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। বিসর্জনে আসা শত শত দর্শনার্থীদের খোঁজাখুঁজি ব্যর্থ হয়ে বড় জাল ফেলেও কোন সন্ধান পাওয়া যায়নি শিশুটির।

এ ঘটনায় আদি ত্রিপুরা পাড়া এলাকায় নেমে আসে শোকের মাতম। লিখনের মা-বাবার আত্মচিৎকারে এলাকার পরিবেশ হয়ে উঠছে ভারী। আদি ত্রিপুরা পাড়া দূর্গা মন্দির কমিটির সভাপতি সুরেশ কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কালো মনি ত্রিপুরা, স্বেচ্ছাসেবক সভাপতি অজয় ত্রিপুরা ও পানছড়ি বাজার দেবালয়ের সাধারণ সম্পাদক বিমান কান্তি দে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Exit mobile version