parbattanews

পানছড়িতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সমাপ্তি

পানছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দারুণ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পর্যায়ের প্রথম স্থান অধিকারী বালক-বালিকারা উপজেলা পর্যায়ে অংশ নেয়। প্রতিযোগিতার শুরুতেই বাজানো হয় জাতীয় সংগীত। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিস্কুট দৌড়, লং জাম্প, হাই জাম্প, একশত মিটার দৌড়, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, টেনিস বল নিক্ষেপসহ নানান খেলায় মেতে থাকে শিশুরা।

বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থেকে স্ব-স্ব বিদ্যালয়ের প্রতিযোগীদের করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করতে দেখা যায়।

দিনের দ্বিতীয় পর্বে বিজয়ী শিশুদের হাতে তুলে দেয়া হয় দৃষ্টিনন্দন পুরস্কার। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা। এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমা ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এমন সুন্দর একটি আয়োজনের জন্য প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন

নিউজটি ভিডিওতে দেখুন:

বর্ণাঢ্য আয়োজনে পানছড়িতে শেষ হয়েছে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

Exit mobile version