parbattanews

পানছড়িতে বন বিভাগের উদ্যোগে সেগুন ও গামার স্ট্যাম্প বিতরণ শুরু

20-5- PIC

পানছড়ি প্রতিনিধি॥

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বন বিভাগের উদ্যোগে সেগুন ও গামার স্ট্যাম্প বিতরণ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশে ব্যাপক বনায়নের লক্ষে চারা উত্তোলন প্রকল্পের আওতায় উত্তোলিত সেগুন ও গামার স্ট্যাম্প চলতি বৃক্ষ রোপন মৌসুমে জনসাধারনের মধ্যে পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানা যায়। মঙ্গলবার সকাল নয়টায় পানছড়ি রেঞ্জ অফিস প্রাঙ্গনে এই স্ট্যাম্প বিতরণ করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন পানছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: হারুন-অর-রশিদ ও পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: বাহার মিয়া। পানছড়ি রেঞ্জ কর্মকর্তা জানান, ৪৮৫ টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে এই স্ট্যাম্প বিতরণ করা হবে। 

তিনি আরো জানান, মে মাসেই এই স্ট্যাম্প লাগানো উত্তম সময়। তবে ৪৫ ডিগ্রী এংগেল করে লাগাতে হয় তবেই কটিছ (চারা) সোজা হয়ে বের হবে। স্ট্যাম্প নিতে আসা তাজুল ইসলাম, আবদুল আজিজ, মো: আলী হোসেন ও কামাল জানান, স্ট্যাম্পগুলো খুবই পরিপুষ্ট। এই ধরনের স্ট্যাম্প থেকে ভালো পুষ্ট চারা বের হয় বলে তারা জানান।

Exit mobile version