parbattanews

পানছড়িতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

পানছড়ি উপজেলা প্রশাসন নববর্ষকে স্বাগত জানিয়ে প্রাণবন্ত র‌্যালীতে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাহারী পোশাক, মাথায় ফুলের খোপা, হাতে চুড়ি, পায়ে নুপুরের ধ্বনি আর পহেলা বৈশাখের গানে গানে বর্ষবরণের বিশালাকার র‌্যালীটি ছিল দৃষ্টিনন্দন।

র‌্যালীর নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, সহকারী কশিনার (ভুমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও অফিসার ইনচার্জ আনচারুল করিম ।

নববর্ষ উপলক্ষে পানছড়ির বিনোদন কেন্দ্র মায়াকানন জমেছিল বেশ। দোলনায় চড়া আর ক্ষণিকের আড্ডায় তারা সবাই মিলে গাইছিল ‘এসো হে বৈশাখ এসো এসো’। এদিকে পানছড়ি চৌধুরী পাড়ায় উৎসবের উম্মাদনায় মাতোয়ারা হয়ে উঠেছিল পানছড়ির মারমা সম্প্রদায়।

দারুণ উপভোগ্য ছিল ঐতিহ্যবাহী পানি খেলা। এসময় মারমা সম্প্রদায়ের বাহারী পোশাক, গালে চন্দনের মাঝে লাল সিঁদুরের ফোটায় সেজেছে তারা অপরূপ সাজে। শিশু কিশোর থেকে শুরু করে তরুণ-তরুনীরা মন-মাতানো নাচ ও ব্যান্ড পার্টির মধুর ধ্বনিতে এলাকা ছিল মুখরিত। এসব দৃশ্য উপভোগে জমেছিল উৎসুক জনতার স্রোত।

Exit mobile version