parbattanews

পানছড়িতে বাড়ির আঙিনায় প্রাকৃতিক মাশরুম

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

জেলার পানছড়িতে প্রাকৃতিক ভাবে মাটির নিচ থেকে প্রতি বছর মাশরুম গঁজে উঠে এক বাড়ির আঙিনায়। আর এই অপরূপ সৌন্দর্যের সাদা সাদা উঠান ভরা মাশরুম শোভা পাচ্ছে উপজেলা ২নং চেংঙ্গী ইউপির মধুমঙ্গলপাড়ার উদয়ন চাকমার বাড়িতে।

পানছড়ি যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার উদয়ন চাকমা জানায়, গত ৫/৬ বছর ধরে বছরে দুইবার ঘরের পিছনের উঠানে এই মাশরুম গঁজায়।

প্রতিবারে প্রায় ৮/১০ কেজি. মাশরুম পাওয়া যায়। তা থেকে পাঁচশত টাকা দরে ৪/৫ কেজি. বিক্রিও করেছে।

পানছড়ির উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণাংকর চাকমা জানান, মাশরুম বিভিন্ন প্রজাতির থাকে। প্রাকৃতিকভাবে উঠা মাশরুম কিভাবে চাষ করা যায় তা নিয়ে সাভার মাশরুম উন্নয়ন সেন্টারে গবেষণা চলছে। পলিবেগে চাষ করা মাশরুমের চাইতে এ মাশরুম অনেক সুস্বাধু আর দামও অনেক বেশি। পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন শেখ জানান, বৈশাখ মাসেই এটি বেশি দেখা যায়। এটি তোলার সময় মূল নষ্ট না করলে প্রতি বছরই বের হবে।

Exit mobile version