parbattanews

পানছড়িতে বিশেষ ক্লাস চালু করার পর শিক্ষার্থীরা উজ্জীবিত

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম এর উদ্যোগে জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ ক্লাস চালু করার পর শিক্ষার্থীরা হয়ে উঠেছে উজ্জীবিত। নিজ প্রশাসনের অর্থায়নে বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষকদের নিয়ে চালু করেছেন বিশেষ ক্লাস।

এতে অংশ নিচ্ছে উপজেলার সকল বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি দেয়া হচ্ছে বিশেষ নজর। মাসিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম পাঁচ শিক্ষার্থীদের দেয়া হচ্ছে আকর্ষনীয় পুরস্কার।

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মেরাজ হাসান, দশম শ্রেণির তানিয়া রহমান, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের অমিতাবচ্চন ত্রিপুরা, পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের পিকাসু চাকমা এ বিশেষ ক্লাসের মাধ্যমে  অগ্রগতি পেয়েছে বলে জানায়। তারা ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।

এ নিয়ে অভিভাবক মহলও সন্তুষ্টি প্রকাশ করছে। বিশেষ কোচিংয়ের কো-অডিনেটর পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেম জানায়, বিশ বছরের শিক্ষকতা জীবনে এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগ অতীতে কেউ নেয়নি। এবারে জেএসসি ও এসএসসিতে ফলাফল সন্তোষজনক হবে বলেও তিনি আশাবাদি।

Exit mobile version