parbattanews

পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

11.7.PIC

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস’১৪। “তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন” এ প্রতিপাদ্যর ব্যানারে শুক্রবার সকাল দশটায় একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সকাল এগারটা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমার বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয়। পরিবার পরিকল্পনা পরিদর্শক রোহিনী চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহজাহান মিয়া। আলোচনায় অতিথিরা দিবসটির গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মিলন কান্তি দে ও হামারী প্রকল্পের স্বাস্থ্য বিভাগের সুনিকা চাকমা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, এন.জি.ও প্রতিনিধি ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী, শ্রেষ্ঠ পরিদর্শিকা, শ্রেষ্ঠ সেবা কেন্দ্র ও শ্রেষ্ঠ ইউনিয়নকে পুরষ্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Exit mobile version