parbattanews

পানছড়িতে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

পানছড়ির অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প “বীর নিবাস” নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৮ নভেম্বর) বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলার ফাতেমানগর এলাকার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা আবদুল বাছেতের আবাসন ঘরের নির্মান কাজ দিয়েই প্রকল্পটি শুরু করা হয়। এর আয়োজক ছিল উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। পানছড়ির অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা জুলফু মিয়া, আলী আহাম্মদ ও সিরাজ মিয়াকেও এ প্রকল্পের আওতায় আবাসন দেয়া হচ্ছে। আবাসন পেয়ে বীর মুক্তিযোদ্ধারা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার কথা প্রকাশ করে।

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ সরেজমিনে গিয়ে এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহাম্মদ, মুক্তিযোদ্ধা আবদুল বাছেত আকন্দ, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, বিশিষ্ট ঠিকাদার উত্তম দেবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা

Exit mobile version