parbattanews

পানছড়িতে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক কর্মশালা

 

পানছড়ি প্রতিনিধি:

জেলার পানছড়ি উপজেলায় বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ। সঞ্চালিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পানছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে এফএওর ন্যাশনাল কনসালটেন্ট রাজীব মাহমুদ প্রজেক্টরের মাধ্যমে নানান তথ্যাদি  উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনায় আসা বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করে বাংলাদেশ বন বিভাগের এসিএফ আনিসুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংঞ্চঙ্গা প্রমুখ। অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজ, হেডম্যান, ও কার্বারীরা অংশ নেয়।

Exit mobile version