parbattanews

পানছড়িতে মদ্যপের ছয় মাসের জেল

পানছড়ি প্রতিনিধি:

পানছড়িতে এক মদ্যপকে ছয় মাসের সাজা প্রদান করেছে ভ্রামামান আদালত। সাজাপ্রাপ্ত মদ্যপ ৩নং পানছড়ি ইউপির তালুকদারপাড়া গ্রামের মৃত সহদেব কর্মকারের ছেলে রনবীর কর্মকার(৪০) বলে জানা যায়।

জানা যায়, অভিযুক্ত মদ্যপ বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে চার’টার দিকে পানছড়ি বাজার সংলগ্ন তালুকদারপাড়া এলাকায় প্রকাশ্য মদ পান করে মাতলামী অবস্থায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার এস,আই আরিফুর রহমান ও এ.এস.আই মো: রুহুল আমিন খানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে আটক করে। ভ্রামামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ এর টেবিল ১০নং ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version