parbattanews

পানছড়িতে মানবিক সহায়তা বিতরণ করল বিজিবির লোগাং জোন

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) লোগাং জোন।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ব্যাটালিয়নের অধিনস্থ শনখোলা কোম্পানী সদর, ও কচুছড়ি বিওপির মধ্যবর্তী ২ নম্বর চেংগী ইউপির সাম্ভুকরায় পাড়া জুনিয়র বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ঔষধ, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

এসময় শিশু ও পুরুষ-মহিলা মিলে শতাধিক জনসাধারণ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম উপস্থিত থেকে এসব সামগ্রী তুলে দেন।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে পানছড়ি সদর হাসপাতাল অনেক দূরে। তাদের জন্য চিকিৎসা সেবা অনেক কষ্টের তাই বিজিবির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুব খুশী। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ৩-বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো: মশিউর রহমান।

সেলাই কাজ জানা বেকার নারী জানান, অর্থনৈতিক সমস্যার কারণে মেশিন কিনতে না পেরে বিজিবি’তে আবেদন করে সেলাই মেশিন পেয়েছি। বেকারত্ব দূর করে নিজেই সংসারের হাল ধরতে পারবেন বলে জানান তারা।

Exit mobile version