parbattanews

পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা, চেক বিতরণ ও “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এর আয়োজক ছিল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আর সার্বিক সহযোগিতা দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার(৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনায় প্রদান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা। এবারে উপজেলায় দুই ক্যাটাগরির জয়িতাকে সম্মননা প্রদান করা হয়েছে। সমাজ উন্নয়নে অসমান্য অবদার রাখায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছে পানছড়ি সানরাইজ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক সাবেক ৩নং পানছড়ি  ইউপি সদস্যা ইসলামপুর গ্রামের মনোয়ারা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পেয়েছে ১নং লোগাং ইউপির হাতিমারা এলাকার শান্তনা চাকমা।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রমিত চাকমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মাওলা, যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ প্রমুখ।

Exit mobile version