parbattanews

পানছড়িতে শারিরীক প্রতিবন্ধী মেধাবী দিপাকে আর্থিক সহায়তা

মেধাবী দিপাকে আর্থিক সহায়তা প্রদান করেছে পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়

এবারের এসএসসিতে উপজেলায় একমাত্র জিপিএ-৫ পাওয়া শারিরীক প্রতিবন্ধী মেধাবী দিপাকে আর্থিক সহায়তা প্রদান করেছে পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর বারটার বিদ্যালয়ের হলরুমে তার হাতে সহায়তা তুলে দেয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুগান্তর চাকমা ও প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে চার হাজার, সভাপতি এক হাজার ও প্রধান শিক্ষক এক হাজার টাকা তুলে দেন।

এর আগে বিদ্যালয় শিক্ষক সুপ্রিয় চাকমাও ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করে। পানছড়ি ডিগ্রী কলেজে ভর্তি এবং তার পড়ালেখার খরচ বহন করছে ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।

মামা সঞ্জয় দাশ ও মামী চুমকি বিশ্বাসের আদরে বড় হওয়া দিপা একজন শারিরীক প্রতিবন্ধী। প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫, সপ্তম শ্রেণীর জেলা পরিষদ বৃত্তি, জেএসসিতে জিপিএ-৫ ও এবারের এসএসসিতে জিপিএ-৫ দিপার সাফল্য। অত্যন্ত নিরিবিলি স্বভাবের দিপা তার শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে এ সহায়তা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান। বিদ্যালয় শিক্ষক বাসু দেবের সঞ্চালনায় এ সময় সকল ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Exit mobile version