parbattanews

পানছড়িতে সমাপ্ত হল গার্লস গাইডের ‘গাইডার প্রশিক্ষন কোর্স’

Girl Guide

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৫ দিন ব্যাপী বাংলাদেশ গার্লস গাইডের  গাইডার কোর্সের সমাপ্তি ঘটেছে। গত ২০আগষ্ট থেকে পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষন কোর্সে জেলার ৫ টি উপজেলার ১৮ জন শিক্ষিকদের নিয়ে এ প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উদ্যেগে আয়োজিত প্রশিক্ষনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রনকারীদের হাতে সনদ পত্র তুলে দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্মল কুমার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্মল কুমার চাকমা বলেন,  প্রতিষ্ঠানে শুধু গাইডার প্রশিক্ষন প্রাপ্ত হলেই চলবে না, প্রত্যেক ছাত্রীকেই গাইড কর্মসূচীর আওতাভুক্ত করতে হবে এবং তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গার্ল গাইড কমিশনার ও পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলী চাকমা। প্রশিক্ষন পরিচালনা করে চট্ট্রগাম অঞ্চলের ট্রেইনার ইসরাত জাহান।

Exit mobile version