parbattanews

পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা প্রদান

পার্বত্য শান্তিচুক্তির ২৩ বছর পূর্তিতে পানছড়িতে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই মহতী সেবার আয়োজন করে খাগড়াছড়ি জোন।

পানছড়ি সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন আহসান হাবীবের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২ নভেম্বর ) সকাল দশটা থেকে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে এ সেবা প্রদান করা হয়।

ক্যাপ্টেন সাইদীয়া আক্তার তরী, ক্যাপ্টেন মীম মেহেদী হাসান চৌধুরী, পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমেন চাকমা ও ডা. রিপল বাপ্পি চাকমা প্রায় দুই শতাধিক লোকের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

সকল চিকিৎসকসহ জোন অধিনায়কের আন্তরিকতা, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ জনগণের দীর্ঘদিন মনে থাকবে বলে জানালেন ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা।

Exit mobile version