parbattanews

পানছড়িতে সেনা পোশাক ও গুলি উদ্ধার

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে ৫১ রাউন্ড তাজা গুলি ও ১ সেট সেনা পোশাক উদ্ধার করা হয়েছে। পানছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো: অনিক রাজের নেতৃত্বে একদল সেনাবাহিনী এই গুলি ও সেনা পোশাক উদ্ধার করে। জানা যায়, বিশ্বস্থ সুত্রের খবরের মাধ্যমে পানছড়ি মোল্লাপাড়াস্থ চেংগী ব্রীজ এলাকায় সোমবার বেলা ১ টার দিকে টাংগাইল-ক-৫০ নং চান্দের গাড়ী তল্লাশী চালিয়ে সিটের নীচের একটি পরিত্যাক্ত ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়। এর মাঝে ২৭টি থ্রি নট থ্রি বন্দুকের গুলি হলেও বাকী ২৪ টি গুলি কিসের তা জানা যায়নি।

চান্দের গাড়িটি মাটিরাঙার তাইন্দং এলাকা থেকে পানছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে বলে জানান গাড়ী চালক মো: হোসেন। পানছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো: অনিক রাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি বলে পানছড়ি থানা সূত্রে জানা যায়।

Exit mobile version