parbattanews

 পানছড়িতে স্বাধীনতা দিবস ক্রিকেটে চ্যাম্পিয়ন উল্টাছড়ি কিংস ইলাভেন

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

পানছড়িতে স্বাধীনতা দিবস ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে উল্টাছড়ি কিংস ইলাভেন।

শনিবার(৩০ মার্চ) বিকাল ৩টা থেকে উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ফাইনালে মোকাবেলা করে উল্টাছড়ি কিংস ইলাভেন বনাম পাইলট ফার্ম ভিক্টোরিয়ানস।

টসে জিতে উল্টাছড়ি কিংস ইলাভেন প্রথমে ব্যাট করে ৯২ রান সংগ্রহ করে। ৯৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে পাইলট ফার্ম ভিক্টোরিয়ানস ৭২ রান করে নির্ধারিত ১২ ওভার শেষ করে ২১ রানে পরাজিত হয়।

খাগড়াছড়ির পৌর মেয়র মো. রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান মো. রফিকুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, যুবলীগ সভাপতি মো. আল-আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. শাহজাহান কবির সাজু প্রমুখ।

খেলাটির ধারাবিবরনীতে ছিলেন বিদ্যালয় শিক্ষক সুলতান মাহামুদ। আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন মো. তোফাজ্জল হোসেন মায়া ও মো. নাঈমুল ইসলাম ফারাবী।

Exit mobile version