parbattanews

পানছড়িতে ১১টি বাড়ি লকডাউন

উপজেলার ৪নং লতিবান ইউপির হরিসাধন পাড়া গ্রামের ১নং ওয়ার্ডের ১১টি বাড়ি লকডাউন দেয়া হয়েছে। বাড়িগুলো পানছড়ির করোনা পজেটিভ যুবকের আশ-পাশ এলাকা।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, শুক্রবার (১৫ মে) সকালে ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্যদের নিয়ে লকডাউন দেয়া হয়েছে।

করোনা পজেটিভ যুবক ও তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মিত আইসোলেশনে রাখা হয়েছে। তারা সম্পুর্ন সুস্থ রয়েছে।

তিনি আরো জানান, হরিসাধন পাড়া গ্রামের আশ-পাশের বাড়িগুলোতেও নমুনা সংগ্রহ করা হবে। করোনা পজেটিভ যুবকের নমুনা ২য় বারের মতো নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা। নমুনা সংগ্রহকারী দল তাকে করোনা বিষয়ে কাউসিলিং করে।

উল্লেখ্য খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে থাকার ৭দিন পর ছাড়পত্র দিয়ে ১৪ মে বৃহষ্পতিবার দুপুর ১২টায় বিদায় দেয়া যুবকের একই দিন বিকাল ৪টায় রিপোর্ট আসে পজেটিভ। এজন্য যুবকের বড় ভাই খাগড়াছড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন।

Exit mobile version